কুড়িগ্রাম জেলা পুলিশ ২৪ ঘণ্টায় নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, তাদের সহযোগী ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে বিগত সময়ে কুড়িগ্রাম জেলা ব্যাপী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অপরাধে জেলা পুলিশের হাতে মোট ৩১ জন গ্রেপ্তার হয়েছে।
কুড়িগ্রাম থানায় সাতজন, রাজারহাটে দুইজন, উলিপুরে তিনজন, নাগেশ্বরী থানায় একজন, ফুলবাড়ীতে চারজন, ভূরুঙ্গামারীতে পাঁচজন, চিলমারীতে দুইজন, রাজিবপুরে দুইজন, রৌমারীতে একজন, কচাকাটায় দুইজন ও ঢুষমারা থানায় দুইজনসহ মোট ৩১ জন।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।