রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ নিষিদ্ধ ষোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রংপুরের পীরগঞ্জ পৌর শাখার সভাপতি মাহমুদুল হক সাগরকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গত রোববার দিবাগত রাতে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর পীরগঞ্জ পৌরসভাধীন থানা পাড়ার মৃত্য একরামুল হক এর পুত্র। অন্য দিকে একই সময়ে ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সভাপতি মোস্তাফিজুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে। পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।