বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় প্রোগ্রাম ফর ইকো সোস্যাল ডেভলপমেন্ট (পেসড) এর উদ্যোগে অসহায় দুঃস্থ নারীদের মাঝে গাভী বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার বগুড়া সদর উপজেলা কার্যালয়ে পেসড এর নির্বাহী পরিচালক রোমমানা খাতুনের সভাপতিত্বে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) উজ্জ্বল ভূমিকা রেখে চলেছে। নারীর ক্ষমতায়নে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
একটি গাভী শুধুমাত্র একটি পশু নয়, এটি একটি পরিবারের আর্থিক মুক্তির হাতিয়ার হতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলার ইউএনও আব্দুল ওয়াজেদ।
তিনি বলেন, এই কার্যক্রম শুধু সহায়তা নয়, বরং এটি আমাদের সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে চলার একটি সেতুবন্ধন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নাজিরা খান, জেলা ক্রীড়া কর্মকর্তা আরাফাত সুলতানা তিথি, সহকারী কমিশনার ভূমি পলাশ চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, খাদ্য প্রকৌশলী হারুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম হামিদ, টিআইও শামছুন নাহার শিউলি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কবির, মথুরা সমাজ কল্যান পরিষদের নির্বাহী পরিচালক জাহিদুর রহমান জাহিদ, পেসড এর কার্যনির্বাহী সদস্য আজাহার আলী।