ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নদীতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

নদীতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীতে পড়ে নিখোঁজের তিন দিন পর মেঘনা নদী থেকে আতাবর (৬৫) নামের এক নৌযান শ্রমিকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত রোববার বিকাল ৫টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় নোঙর করা বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। নিহত আতাবর ঢাকা জেলার ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা। তিনি এমভি এসএম এন্টারপ্রাইজ’ নামের একটি বাল্কহেডে লস্কর হিসেবে ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত