স্নায়ু বৈচিত্র্যকে ধারণ করি, টেকসই সমাজ গড়ি- প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শরীয়তপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।
দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র শরীয়তপুরের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্যের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আসিক মাহমুদ বিপিএম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সুমন কুমার পোদ্দার, শরীয়তপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালটেন্ট ডা. এমএম ইয়াসিন মোহাম্মদ। আলোচনা সভা শেষে ৭ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, একজনকে সাদাছড়ি ও একজনকে একজোড়া ক্র্যাস প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, অটিজম শিশুরা আমাদেরই সন্তান। তাদের কোনোভাবেই বিন্দুমাত্র অবহেলা না করে ভালোবাসা দিলে তারাও সমাজের প্রকৃত মানুষ হিসেবে বেড়ে উঠবে। সমাজের সব মানুষকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।