মাগুরার শ্রীপুরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুইগ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে শ্রীপুর গ্রামে ওই ইউনিয়নের অন্তত ৭ গ্রাামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্বাস উদ্দিনে ও সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ শ্রীপুর সদর ইউনিয়নের আশপাশের মদনপুর, মুজদিয়া, সারঙ্গদিয়, চর শ্রীপুর, হরিন্দীসহ কয়েক গ্রামের লোকজন এ সংঘর্ষে ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে জাহিদুল ইসলাম, সেলিম রেজা, রশিদ মোল্লা, দুলাল বিশ্বাস, সামছুল মোল্লা, আলেক বিশ্বাস, ওয়াসিম মোল্লা, মামুন মিয়া, আকাশ, মিরাজ শেখ, লাউন মোল্লাসহ অন্যান্য মাগুরা সদর হাসপাতাল ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দ্বারিয়াপুর) চিকিৎসাধীন।
শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।