ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

অটোরিকশা ছিনতাইয়ের সময় অস্ত্রসহ যুবদল নেতা আটক

অটোরিকশা ছিনতাইয়ের সময় অস্ত্রসহ যুবদল নেতা আটক

ছিনতাই করতে গিয়ে হাত বোমা ও ছোড়াসহ মুন্সীগঞ্জে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বিএনপি নেতা মনির মিজির ছেলে। বাবু মিজির কাছ থেকে পুলিশ একটি ছুরি, ৪টি হাত বোমা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ১টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার পাঁচঘড়িয়াকান্দি এলাকা থেকে পুলিশ বাবুকে গ্রেপ্তার করে। বাবু মিজি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশ জানায়, থানার এসআই মিলটন দত্ত ও এএসআই গুলজার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে মুন্সীগঞ্জ থানাধীন মুন্সীরহাটগামী রাস্তার পাঁচঘড়িয়া কান্দি নতুন ব্রিজে ওঠার ঢালে চেকপোস্ট করাকালে অভিযুক্ত সম্রাট ওরফে বাবু মিজি তার সঙ্গীয় দুইজন অজ্ঞাতনামা অভিযুক্তের সহায়তায় অটোরিকশা ছিনতাই করার চেষ্টাকালে সম্রাট ওরফে বাবু মিজিকে আটক করা হয়।

এ সময় অন্য দুইজন অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়। বাবু মিজিকে তল্লাশি করে ১টি ছুরি, ৪টি হাত বোমা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হবে বলে জানায় পুলিশ। পলাতক অভিযুক্তের মধ্যে নাবিদুল ইসলাম রানা নামে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নামে আরেকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত