ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নেত্রকোনার তিন নদ-নদী পরিদর্শন

নেত্রকোনার তিন নদ-নদী পরিদর্শন

নেত্রকোনা জেলা দিয়ে প্রবাহিত সুমেশ্বরী নদী, মহাদেও নদ ও মগরা নদী পরিবেশ ও নদী রক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশনের উপ-পরিচালক তিনটি নদী পরিদর্শন করেন এবং সমস্যা ও সম্ভাবনা নিয়েও নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে গত সোমবার জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে নদীর রক্ষা ও সুরক্ষার জন্য মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নদী রক্ষা কমিশন আইন মোতাবেক নিয়মিত নদী রক্ষা সংক্রান্ত পরিবীক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় নদী রক্ষা কমিশনের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল জাকী নেত্রকোনা জেলার মহাদেও, সোমেশ্বরী এবং মগড়া নদী পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পৌরসভা সবাইকে নিয়ে নদীগুলোর বাস্তব অবস্থা দেখে মতবিনিময় সভা করেন। নদীগুলোর দখল, দূষণ পর্যবেক্ষণ করে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। জাতীয় নদী রক্ষা ক?মিশ?নের প?রিদর্শন টিমের সঙ্গে জেলা প্রশাসক বনানী বিশ্বাস, উপ-প?রিচালক (স্থানীয় সরকার), আরিফুল ইসলাম সরদার নেত্রকোনা, অ?তি?রিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মুনজাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিবুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান, নেত্রকোনা, এসিল্যান্ড সদর, নেত্রকোনা, সহকারী পরিচালক, প?রি?বেশ অ?ধিদপ্তর আব্দুল্লাহ আল মতিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত