সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর মোহনপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
তারা হলেন- ওই গ্রামের পর্বত প্রামানিকের ছেলে আলামিন ও একই এলাকার কয়রা হোরপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান। র্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।