ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মৌলভীবাজারে বাংলাদেশে-চীন ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি

মৌলভীবাজারে বাংলাদেশে-চীন ফ্রেন্ডশিপ  হাসপাতাল প্রতিষ্ঠার দাবি

বাংলাদেশে ও চীনের সহায়তায় তিনটি বড় হাসপাতাল তৈরির প্রস্তুতি চলছে। সিলেট বিভাগের তিনটি জেলা সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জে এরইমধ্যে সরকারিভাবে মেডিকেল কলেজ স্থাপন হয়ে গেছে। একমাত্র মৌলভীবাজার জেলায় কোনো আধুনিক চিকিৎসার জন্য উন্নতমানের কোনো হাসপাতাল কিংবা সরকারি মেডিকেল কলেজ নেই। এরমধ্যে চীনের সহায়তায় হাসপাতালটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় স্থাপনের দাবি ৫০ এলাকার লাখ মানুষের। জেলাবাসীর প্রাণের দাবি অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে। বিগত সরকারের সময় এই জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। অথচ সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজারের অবস্থান মধ্যবর্তী হওয়ায় এখানে একটি সরকারি মেডিকেল কলেজ অথবা ভালোমানের হাসপাতালের দাবি প্রায় ৫০ লাখ মানুষের। কিন্তু কোন সরকার জনগণের এই দাবিটির প্রতি গুরুত্ব দেয়নি। প্রবাসীঅধ্যুষিত এই জেলায় একটি ভালো হাসপাতালের জন্য জনগণ বারবার আন্দোলন করেও সফলতা পাননি। মৌলভীবাজার জেলায় চীনের সহায়তায় হাসপাতাল স্থাপনের দাবি সব শ্রেণি পেশার মানুষের।

জেলা বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র ফজলুল করিম ময়ুন বলেন, স্বাস্থ্য সেবার দিক থেকে পিছিয়ে থাকা জনবহুল এই মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার, কুলাউড়া, শ্রীমঙ্গল, রাজনগর, কমলগঞ্জ, জুড়ী ও বড়লেখা উপজেলাসহ স্বাস্থ্য সেবার দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। এ জেলায় হাসপাতাল স্থাপনে যেমন লাভজনক হবে, তেমনি মানুষের উন্নত স্বাস্থ্য সেবা প্রাপ্তিও সহজ হবে। কুলাউড়া জামায়েতের সাধারণ সম্পাদক প্রভাষক বেলাল আহমেদ বলেন, মৌলভীবাজার জেলায় একটি প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়ায় প্রচুর পরিমাণে রেমিট্যান্স আসে প্রতি বছর। সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজার প্রাকৃতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেলায় লাখ লাখ পর্যটক আসেন বিভিন্ন উৎসব ও ভ্রমণ মৌসুমে। অথচ এখানে অত্যাধুনিক চিকিৎসা সেবার যথেষ্ট অভাব রয়ে গেছে। সিপিবি’ জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান মনে করেন, দেশে থাকা প্রবাসী স্বজনরা চিকিৎসার জন্য বিদেশমুখী না হয়ে উন্নতমানের হাসপাতাল হলে এখানেই চিকিৎসার জন্য ব্যয় করতে পারবেন ও বিশ্বমানের স্বাস্থ্য সেবা পেতে পারবেন। তাই সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল স্থাপন খুবই উপযুক্ত স্থান বলে জেলার সর্বস্তরের মানুষ মনে করেন। এছাড়া দূরত্ব কম হওয়ায় সিলেট ও হবিগঞ্জ জেলার প্রায় প্রায় এক কোটি মানুষ এই আধুনিক হাসপাতাল থেকে চিকিৎসাসেবা সহজেই গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত