ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে

ইসলামী ছাত্র শিবিবের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদের বিচার যেনো নিশ্চিত করা হয়। আমাদের দুর্ভাগ্য প্রশাসনের দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, তাদের সেভাবে সরকার পরিবর্তন করতে পারেনি, এতে সরকারের ব্যর্থতা রয়েছে। তাই আমাদের মানুষিক ও রাজনৈতিক সাংস্কৃতি পরিবর্তন প্রয়োজন।

গতকাল মঙ্গলবার রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহিদ আবু সাঈদ এর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় উপজেলা জামায়াত নেতা অধ্যাপক নুরুল আমীন, দাওয়া সম্পাদক ও উত্তরাঞ্চল পরিচালক হাফেজ মেজবাহুল করিম, রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা, রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, বেরোবি সভাপতি সোহেল রানাসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

শিবির সভাপতি আরো বরেন, যারা শহিদ হয়েছেন তারা আমাদের হৃদয়ে থাকবেন, আল্লাহ তায়ালার বানী অনুযায়ী শহিদরা মৃত না, বরং তারা জীবিত। তার প্রমাণ শহিদ আবু সাঈদসহ সব শহিদদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ঈদের সময়ে আমরা আমাদের কর্মসূচিগুলো শহিদ পরিবারদের সঙ্গে করেছি।

সময়গুলো শহিদ পরিবারদের সঙ্গে কাটিয়েছি। এভাবে শহিদদের যাতে প্রমোট করা হয়। পরে শিবির সভাপতি আবু সাঈদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত