ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

পাবনা থেকে অপহৃত শিশু খুলনায় উদ্ধার

* সারা শরীরে সিগারেট ও কয়েলের আগুনের ছ্যাঁকা
পাবনা থেকে অপহৃত শিশু খুলনায় উদ্ধার

সারা শরীরে সিগারেট আর কয়েলের আগুনের ছ্যাঁকা, হাতের নখ উপড়ে ফেলে বানানো হয় প্রতিবন্ধী। খাবার না দিয়ে রাতে চালানো হয় অমানুষিক নির্যাতন। আর দিনের আলোয় তাকে দিয়ে করানো হতো ভিক্ষা। অপহরণের পর প্রায় সাড়ে ছয় মাস এভাবেই চলেছে ৬ বছরের শিশু সোয়াইব হোসেনের কষ্টের জীবন। অবশেষে পুলিশ তাকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারীকে। উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানা সূত্রে গেছে, পাবনা সদর উপজেলার চকছাতিয়ানী গোরস্থান এলাকার আমিনুল ইসলাম ও সোহানা জাহানের সন্তান সোয়াইব (৬)। বাবা অন্যত্র বিয়ে করায় মায়ের কাছেই থাকে সে। গত বছরের ২ অক্টোবর একই উপজেলার শানিরদিয়ার এলাকার আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম বিপ্লব শিশুটিকে বিস্কুট কিনে দেয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার দিন থেকে রাত-দিন বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্তানের খোঁজ না পেয়ে ৭ অক্টোবর পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার মা সোহানা জাহান। জিডির তদন্তভার দেয়া হয় এসআই (নিরস্ত্র) জাকারিয়া হাওলাদারের উপর।

এর এক পর্যায় আত্মগোপনে থাকা অভিযুক্ত রফিকুল ইসলাম বিপ্লব শিশু সোয়াইবের মাকে মোবাইল ফোনে জানান সোয়াইবকে সে অপহরণ করেছে।

তদন্ত কর্মকর্তা এসআই জাকারিয়া হাওলাদার জানান, শিশু সোয়াইবের মা বিয়ষটি আমাকে জানান। প্রযুক্তির সহায়তায় শিশুটি উদ্ধারের চেষ্টা করতে থাকি। কিন্তু বেশিরভাগ সময় বিপ্লবের ফোন বন্ধ থাকত। ফোন নম্বর ট্র্যাক করে তার লোকেশন শনাক্তের চেষ্টা করার এক পর্যায় ঘটনার ছয় মাস পর গত ১৮ এপ্রিল খুলনার রুপসা ফেরিঘাট এলাকায় তাদের অবস্থান জানা যায়। পরে রুপসা নৌ পলিশ ফাঁড়ির সহয়তায় রুপসা ফেরিঘাট এলাকায় থেকে ভিক্ষা করানো অবস্থায় শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত রফিকুল ইসলাম বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারের পর শিশুটিকে পাবনা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত