ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরায় আরও ৩৮টি অস্ত্র উদ্ধার

সাতক্ষীরায় আরও ৩৮টি অস্ত্র উদ্ধার

সাতক্ষীরা শ্যামনগরে একদিনের ব্যবধানে আবারও পরিত্যক্ত অবস্থায় ৩৮টি দেশীয় অস্ত্র (হাসুয়া ও রামদা) উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্যামনগরের নকিপুর গ্রামের শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি রহমত আলী বাড়ির সামনে বিল্লাল গাজীর পরিত্যক্ত পুকুর থেকে ৩৪টি হাসুয়া ও ৪টি রামদা উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার একই এলাকার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাবের মিস্ত্রির দখলে থাকা পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৪টি হাসুয়া ও রামদা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বিল্লাল গাজীর স্ত্রী সুফিয়া সকালে পরিত্যক্ত পুকুর পাড়ে কাজ করার সময় বস্তার ভিতরে রক্ষিত উক্ত দেশীয় অস্ত্র গুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার মধ্য থেকে অস্ত্রগুলো উদ্ধার করে। দীর্ঘদিন ধরে পানিতে পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে এসব অস্ত্রে মরিচা পড়েছে। শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে বস্তার মধ্য থেকে পরিত্যাক্ত অবস্থায় হাসুয়া ও রাম দা গুলো উদ্ধার করা হয়েছে। পুকুরে কে বা কারা এই রাম দা ও হাসুয়া গুলো লুকিয়ে রেখেছিল সে তথ্য উদ্ঘাটনে পুলিশের অনুসন্ধান চলছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত