সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাউসার মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই উপজেলার জাজিরা মধ্যপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে এবং নিশ্চিন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক। কাজিপুর থানার ওসি নূরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় চরাঞ্চলের নাটুয়ারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে নাশকতা মামলায় ওই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।