ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রফিডেন্ড ফান্ড ও গ্র্যাচুইটিসহ বিভিন্ন সুবিধাদির চেক বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার কলেজপাড়ায় সংস্থাটির প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইএসডিও’র আয়োজনে চেক প্রদান অনুষ্ঠানে চেক তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান প্রমুখ।