পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এমদাদুল ফরাজী নামের এক যুবককে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও একইসঙ্গে প্রত্যেকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোক্তাগীর আলম আসামীদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে হাচান হাওলাদার (৩৫) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘোনাপাড়ার সিরাজুল ইসলামে ছেলে প্রিন্স মোল্লা (৪২)। তবে আসামি পলাতক।
বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদ হাসান বাবু জানান, ২০০৮ সানের ৩ মার্চ জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের খান জাহান আলীর পুত্র এমদাদুল ফরাজীকে সাফা বন্দর থেকে তাকে তার ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে আসামিরা চরখালী এলাকায় নিয়ে আসে। সেখানে থেকে তারা ওই মোটরসাইকেলযোগে ভান্ডারিয়ার-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদ্রাসা এলাকায় নিয়ে এসে চালক এমদাদুল ফরাজীকে ধারালো ছোরা দিয়ে হত্যা করার সময় তার আত্মচিৎকারে স্থানীয় ঘটনাস্থলে এসে হাসান ও প্রিন্সকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এমদাদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।