ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

তিন বাড়ি পুড়ে ছাই

তিন বাড়ি পুড়ে ছাই

কক্সবাজারের চকরিয়ায় আগুনে পুড়েছে তিনটি বসতবাড়ি। গত মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়তুশ শরফ সড়কস্ত মিয়াজীপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাড়ির মালিক জামাল উদ্দিন, হেফাজ উদ্দিন ভুট্টো ও বেলাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের সময় আমরা কেউ বসতবাড়িতে ছিলাম না। তখন স্ব স্ব বাড়িতে নারীরা অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা বাড়িতে আসলেও ততক্ষণে তিনটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান পুড়ে যাওয়া বাড়ির মালিকরা। চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার শামশুল ইসলাম বলেন, চকরিয়া পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের মিয়াজীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়। ততক্ষণে তিনটি বাড়ি পুড়ে গেলেও দমকল বাহিনীর কর্মীদের চেষ্টার ফলে আগুন অন্যান্য বসতবাড়িতে ছড়াতে পারেনি। খবর পেয়ে মঙ্গলবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত