১৪ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রেডিসন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বুধবার দুপুরে উপজেলার সুতিপাড়া এলাকায় অবস্থিত রেডিসন কারখানার সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুইপাশে প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ যৌক্তিক দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে রাস্তা ছেড়ে দেন শ্রমিকরা। পরে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকরা জানান, কারখানার জিএম, মেডিকেল ছুটি, টিফিন ভাতাসহ ১৪ দফা দাবি নিয়ে আজ আমরা রাস্তায় নেমেছি। আমাদের দাবি না মানা হলে আমাদের এই আন্দোলন চলবে। আমরা কোনো অযৌক্তিক দাবি করিনি। পোশাক শ্রমিকদের যে সুবিধা পাওয়ার কথা সেই দাবি আদায়ের জন্য আন্দোলন করছি।