ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কৃষিবিষয়ক কর্মশালা

কৃষিবিষয়ক কর্মশালা

উত্তম কৃষি চর্চার মাধ্যমে বাণিজ্যিক ও স্মার্ট কৃষিতে রূপান্তরের রংপুর কৃষি অঞ্চলের উদ্যোগে রংপুরে আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়। গতকাল বুধবার দিনব্যাপী বেগম রোকেয়া অডিটোরিয়ামে রংপুরে কৃষি মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কর্মসূচি ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফরনিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) কর্মসূচির আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর জেলার উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার পার্টনার প্রোগ্রামের কোঅর্ডিনেটর কৃষিবিদ আবুল কালাম আজাদ।

এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত প্রোগ্রাম কো অর্ডিনেটর কৃষিবিদ ড, গৌর গোবিন্দ দাস, প্রোগ্রাম কো অডিনেটর আবুল কালাম আজাদ, পার্টনার প্রোগ্রামের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ অশোক কুমার রায়। কৃষি মন্ত্রণালয়াধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, বিএডিসি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিপণন, বীজ ডিলার, কৃষি অধিদপ্তরসহ রংপুর কৃষি অঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী ও রংপুর জেলার বিভিন্ন দপ্তর সংস্থার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করে। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে মন্ত্রণালয়ের অধীন ৭টি সংস্থা তাদের নির্ধারিত কার্যক্ষেত্রে প্রোগ্রামটি বাস্তবায়ন করছে যেখানে কৃষি সম্প্রসারণ অধিদফতর লিড এজেন্সির দায়িত্ব পালন করছে। পাশাপাশি কৃষি মন্ত্রণালযের আরও ৮টি সংস্থা এই প্রোগ্রামে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত