ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিবাহ বিচ্ছেদ সংবাদের নেতিবাচক প্রতিক্রিয়া

মো. আজিনুর রহমান
বিবাহ বিচ্ছেদ সংবাদের নেতিবাচক প্রতিক্রিয়া

সত্য মানুষকে সাহস ও শক্তি দেয়। সত্যের সঙ্গে কখনও আপস করব না, এমন প্রত্যয় প্রতিটি মানুষের কাছেই থাকতে হবে। তবেই জয় হবে সত্যের। সত্য প্রকাশে ভয় না করার নামই সাংবাদিক। একজন সাংবাদিক হলো সমাজ বিনির্মাণের কারিগর। দেশকে আলোকিত করার হাতিয়ার। সাংবাদিক তার লেখনী দিয়ে গণমাধ্যমে তুলে ধরেন দেশ ও সমাজের অসংগতিগুলো। পাশাপাশি প্রস্ফুটিত করেন সমাজের আলোকরশ্মিগুলো। তবে গণমাধ্যমের অনেক সংবাদ সমাজকে কলুষিত করে। এজন্য সংবাদ প্রকাশ বা প্রচারের ক্ষেত্রে গণমাধ্যমগুলোর সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। সম্প্রতি বিভিন্ন তারকার বিবাহ বিচ্ছেদের ঘটনার সংবাদ দেশের মানুষের মধ্যে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কোনো কোনো গণমাধ্যম নিজের পেজ বা চ্যানেলের ফলোয়ার বাড়াতে নেতিবাচক সংবাদগুলো বেশি বেশি প্রচার বা প্রকাশ করে। যে সংবাদগুলো প্রচারে সমাজের অনেক ক্ষতিসাধন হয়। ক্ষতির তোয়াক্কা না করে তারা একের পর এক নেতিবাচক সংবাদ প্রচার করেই যাচ্ছে। বিবাহ বিচ্ছেদ একজন মানুষের সামাজিক অধিকার হলেও এই সংবাদটি নেতিবাচক সংবাদের মধ্যে নিম্নস্তরের একটি বিষয়। এ নেতিবাচক সংবাদটিই প্রচার করতে গণমাধ্যমগুলো একেবারেই মরিয়া হয়ে উঠেছে। যাদের সংবাদ বারবার তাদের প্ল্যাটফর্মে নিয়ে আসছে, তারা দেশের কোনো আলোকরশ্মি নয়। বরং তারা দেশের যুবসমাজ ধ্বংসের কারিগর। তারা ইসলামবিদ্বেষী কারবারের সঙ্গে যুক্ত। বিবাহে আবদ্ধ হওয়া ও বিচ্ছেদ ঘটানো যাদের মামুলি বিষয়, তারা কখনও তারকা হতে পারে না। এসব ব্যক্তির সংবাদ প্রচার করা থেকে গণমাধ্যমগুলোকে সতর্ক হতে হবে। দেশের মানুষের কাছে তারকা সাজতে কিছুসংখ্যক ব্যক্তি গণমাধ্যমকে ব্যবহার করে। আর গণমাধ্যমের সাংবাদিক অতিউৎসাহী হয়ে হেলেদুলে সেই সংবাদ সংগ্রহ করে। যার বাস্তবতা আমরা প্রায়ই লক্ষ্য করছি। যাদের নাম সমাজে বা আদর্শ পরিবারে উচ্চারণ করলে লজ্জা জেগে ওঠে, তাদের সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদের ভিড় সামলানোই যায় না। এতে নেতিবাচক কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তি ও গণমাধ্যম দুটোই জনগণের ট্রলের স্বীকার হন। তাই আসুন গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রচার করা থেকে সতর্ক অবলম্বন করি, দেশের মানুষের খারাপ প্রতিক্রিয়া থেকে মুক্ত হই।

* সমাজকর্মী, লেখক ও শিক্ষক

ডিমলা, নীলফামারী

[email protected]

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত