অনেকদিন থেকে পুরান ঢাকার নারিন্দা ও লক্ষ্মীবাজারের রাস্তাঘাটের অবস্থা বেহাল। তা ছাড়া ধোলাইখাল, ওয়ারী, গেন্ডারিয়ার রাস্তাগুলোর অবস্থা গুরুতর। এটা সংস্কার করার ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোনো মাথাব্যথা নেই। সামান্য বৃষ্টি হলে এলাকায় জলবদ্ধতার সমস্যা দেখা দেয়। এতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রতিদিন চলার পথে সমস্যায় পরতে হয় পুরান ঢাকাবাসীকে। নারিন্দার রাস্তাঘাট অত্যন্ত সরু এবং যানবাহন ও পথচারী চলাচলের জন্য এটা বর্তমানে অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটি দু’দিক থেকে এর পরিধি কিছুটা বাড়ানোর জন্য ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে উদ্যোগ নিলে ভালো হয়। বলা বাহুল্য, শুধু নারিন্দা এলাকা নয়, পুরান ঢাকার অলিগলিসহ গেন্ডারিয়া, ওয়ারী, ধোলাইখাল, সূত্রাপুর, বাংলাবাজার, ফরিদাবাদ প্রভৃতি এলাকা ওয়াসা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক রাস্তা কাটাকাটির জন্য দুর্ভোগ ও সীমাহীন যানজট অতিষ্ঠ করে তুলছে। আশা করি, দ্রুত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর নারিন্দার রাস্তাঘাটসহ পুরান ঢাকার সব রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ নেবেন।
মাহবুবউদ্দিন চৌধুরী
লেখক ও গণমাধ্যমকর্মী, ফরিদাবাদ-গেন্ডারিয়া