ঢাকা শহরে চলাফেরার একমাত্র মাধ্যম হলো বাস। বাসের মাধ্যমে ঢাকা শহরের বেশিরভাগ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। কিন্তু দুঃখের বিষয় হলো- আজকাল যাত্রীরা বাসের হেলপারদের কাছে অনিরাপদ। তারা বাস ভাড়া বেশি আদায় করতে চাইলে কোনো যাত্রী যদি তার প্রতিবাদ করে, তাহলে যাত্রীর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। পরিসংখ্যান অনুযায়ী, এ যাবৎ ১৪ জন যাত্রীকে বাস থেকে ফেলে হত্যা করা হয়েছে। বেশ কয়েকদিন আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সোহাগ নামের এক ছাত্রকে বাস থেকে ফেলে হত্যা করা হয়েছে। কিন্তু এভাবে আর কত? এর আগে কয়েকজনকে হত্যা করা সত্ত্বেও আইনের যথাযথ প্রয়োগের অভাবে দিন দিন এসব বাসের হেলপাররা সাহস পেয়ে যাচ্ছে এবং যাত্রীদের ওপর এমন অমানবিক নির্যাতন চালাচ্ছে। আইনের যথাযথ প্রয়োগ না হলে এসব বাসের হেরপাররা আরও অমানবিক হয়ে উঠবে এবং যাত্রীদের ওপর এমন অমানবিক নির্যাতনের ধারা চলতেই থাকবে। কর্তৃপক্ষের কাছে আবেদন ভবিষ্যতে যাতে বাসের হেলপাররা আর কখনও যাত্রীদের ওপর এমন অমানবিক নির্যাতন না চালাতে পারে সেদিকে নজরদারি করা।
মো. ইমন মিয়া, শিক্ষার্থী, ঢাকা কলেজ