বচনামৃত
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
৬৫ টাকার চিনি বছর নাই ঘুরতে ১২০ টাকা হইল। দোকানিরা ৫ টাকার চা ১০ টাকা করিল, মিষ্টি জিলাপির দামও বাড়াইছে দ্বিগুণ। ওই জন্য বাড়িত চিনি নিগাও না। হোটেলোতও চা-মিষ্টিও খাও না। চিনির যে দাম, মিষ্টির স্বাদ ভুলি যাওছি। -প্রথম আলো
সাহিবার রহমান
রংপুরের তারাগঞ্জের দিনমজুর