চি ঠি প ত্র

বেড়িবাঁধ রক্ষায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আড়িয়াল খাঁ নদ। আড়িয়াল খাঁ নদের ভাঙন থেকে রক্ষা পেতে ২০১৯ সালে তেলিপাড়া গ্রাম সংলগ্ন বেড়িবাঁধ নির্মাণ করা হয়। সম্প্রতি দেখা যাচ্ছে নির্মিত বাঁধটির অনেক ব্লক উপড়ে ফেলে এবং কার্পেট কেটে অন্তত ৫০টি কাঠ গাছের চারা রোপণ করা হয়েছে।

বাঁধের ব্লক উপড়ে ফেলে এবং কার্পেট কেটে বৃক্ষরোপণ করায় আগামী বর্ষাকালে বেড়িবাঁধসহ সংশ্লিষ্ট ঈদগাহ ও কবরস্থান ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এই অবস্থায় এলাকাবাসীর সচেতন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের ঈদগাহ ও কবরস্থান এবং ঐতিহ্য ধরে রাখতে বেড়িবাঁধটির সঠিক রক্ষণাবেক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে দাবি তুলেছেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে তেলিপাড়া গ্রাম সংলগ্ন আড়িয়াল খাঁ নদের বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এলাকাবাসীর পক্ষে সবিনময় অনুরোধ করছি।

মো. মোয়াজ্জেম হোসেন

রায়পুরা, নরসিংদী