ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

পরিবেশ রক্ষায় অবৈধ করাতকল বন্ধ করুন

পরিবেশ রক্ষায় অবৈধ করাতকল বন্ধ করুন

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলাজুড়ে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গজিয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত অর্ধশতাধিক অবৈধ করাতকল। নিয়মনীতির তোয়াক্কা না করে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের আইনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ প্রক্রিয়া করে কতিপয় কিছু প্রভাবশালী ব্যক্তি যুগ যুগ ধরে এসব ব্যবসা করে আসছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনের ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল স্থাপন করা আইনগত নিষিদ্ধ। সেই হিসেবে এ উপজেলায় কোনো করাতকল স্থাপন করতে পারবে না। অথচ প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্য দিবালোকে এসব করাতকল চলছে।ব্যবস্থা নিতে উদাসীন প্রশাসন। এসব করাতকলে আবার চেরা হচ্ছে ফলদ, বনজসহ নানা প্রজাতির গাছ, যা পরিবেশের জন্য ক্ষতিকর।

করাতকল বন্ধে প্রশাসনের কি আদৌও কোনো দায়বদ্ধতা নেই? প্রশাসন চাইলে ২৪ ঘণ্টার মধ্যে এসব করাতকল বন্ধ করে দিতে পারে। শুধু স্বদিচ্ছার অভাব। আমরা সেটা দেখার অপেক্ষায় রইলাম।

মো. সাব্বির হোসেন

শরণখোলা, বাগেরহাট

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত