চি ঠি প ত্র
ধোলাইখালের করুণ অবস্থা
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এমনিতে পুরোনো ঢাকার ধোলাইখালের রাস্তা দিয়ে যাতায়াত করা দুষ্কর। রাস্তার ওপর এক শ্রেণির লোহালক্কড়, ভাঙা গাড়ির ব্যবসা, পরিবেশ দূষিত করে আলকাতরা ও বিভিন্ন কেমিক্যালের ড্রাম কাটা ও পুরোনো গাড়ির ট্রায়ার ঘষামাজা করা, গ্যাস কাটার অস্বস্তিকর গন্ধ এবং ধুলোবালি ইত্যাদির দৌরাত্ম্যে যখন পুরোনো ঢাকার ধোলাইখাল এলাকা জর্জরিত ঠিক এর পাশাপাশি গোটা ধোলাইখাল এখন গেন্ডারিয়ার মুরগিটোলা-দয়াগঞ্জ পর্যন্ত অবৈধ ট্রাক স্ট্যান্ড নতুন করে গড়ে তুলছে।
এটা গোটা এলাকার যানজটের আরেকটি অন্যতম কারণ। এখন ধোলাইখালের ট্রাক স্ট্যান্ডটি ধীরে ধীরে গেন্ডারিয়া ও দয়াগঞ্জের রাস্তাঘাট গ্রাস করতে বসেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও সূত্রাপুর, গেন্ডারিয়া এবং উয়ারী থানা নিরব-নির্বিকার।
আশাকরি যে কোন অবস্থাতে হউক জনস্বার্থে ধোলাইখাল এলাকাকে ট্রাকের অবৈধ স্ট্যান্ড তুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মাহবুবউদ্দিন চৌধুরী
ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা