ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

ইংরেজি মিশ্রিত বাংলা ভাষা

ইংরেজি মিশ্রিত বাংলা ভাষা

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ এ গানের মাধ্যমে প্রতি বছর নতুনভাবে জানান দেয় ফেব্রুয়ারির মহান ভাষা দিবসের কথা। নানান শ্রেণি-পেশার মানুষের তাজা রক্তের বিনিময়ে নিজ মাতৃভাষা বাংলা ভাষা রক্ষা করেন ভাষাসৈনিকরা। রক্তে অর্জিত ভাষা আন্দোলনের এত বছর পর এখন অনেকেই নিজ মাতৃভাষার সম্মান রাখতে পারছি না! দুঃখের বিষয়, বর্তমানে সবাই ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস ও ভাষাশহীদের ফুলেল শ্রদ্ধায় শিক্ত করলেও নিজ মাতৃভাষা বাংলা ভাষা বিকৃতি নিয়ে সচেতনতার অভাব রয়েছে আমাদের। আমরা প্রায় কথোপকথনের সময় ইংরেজিকে মিশিয়ে বাংলা বলি এবং নানা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে এককভাবে শুধু ইংরেজি অক্ষরে থাকে, বাংলা ভাষার ছিটেফোঁটাও থাকে না, যা খুবই দুঃখজনক। সরকারি-বেসরকারি, শিল্প-কারখানা ও নানা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে ইংরেজির পাশাপাশি বাংলা থাকাটা বাধ্যতামূলক করা দরকার। ভাষাশহীদের সম্মান ও বাংলা ভাষার মান রক্ষার্থে শিক্ষালয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারণের এ বিষয়ে সতর্ক অবলম্বন করা নেহাত জরুরি।

আলতাফ হোসেন হৃদয় খান

পাঁচলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত