দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আজকাল দ্রব্যমূল্যের বৃদ্ধির ঘটনা অস্বাভাবিক নয়। সংবাদপত্রের পাতা খুললে দেখা যায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊধ্বর্গতি। ভঙ্গুর অর্থনীতি আর অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাই ঠেলে দিচ্ছে দারিদ্রতার মুখে। বাজারে এমন কোনো দ্রব্য নেই যার মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়নি। চাল, ডাল, তেল, চিনি, ডিম, শাকসবজি, মুরগি ও গরুর মাংস ইত্যাদিসহ বস্ত্র, অন্যান্য যন্ত্রপাতি এবং কাঁচামাল সবকিছু লাগামহীন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব তেল, গ্যাসের ওপর পড়তে পারে। কিন্তু ডিম, শাকসবজি, মুরগি ও গরুর মাংসের ওপর প্রভাব বিস্তার করল কে? সরকার মূল্য নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে চওড়া দামে। এটাই হলো সিন্ডিকেট, কালোবাজারি, দুর্নীতিবাজ আর মজুতদারদের কারচুপি। যার ফলে বলি হচ্ছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যেবিত্তদের বাজারে গেলে মাথায় হাত। হিমশিম খেতে হয় নিজেদের পরিবারের প্রয়োজনটুকু মেটাতে। এগুলো দেখার কেউ নেই? ভোক্তা অধিকার কর্তৃপক্ষ কতটুকু সোচ্চার? সবকিছুই এখন প্রশ্ন! তাই অনতিবিলম্বে সরকারকে বাজার স্বাভাবিক রাখার জন্য অনুরোধ করছি।

মোহাম্মদ আল-আমিন

শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়