ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সড়কের সংস্কার জরুরি

সড়কের সংস্কার জরুরি

উপকূলীয় এলাকা বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পহলানবাড়ি বাসস্ট্যান্ড থেকে বানিয়াখালী বাজার সংলগ্ন প্রায় ৪ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারবিহীন এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী চলাচল করে। জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়েই চলাচল করে ৫ থেকে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া একটি কমিউনিটি ক্লিনিক ও দুটি বাজারে যেতে হয় এই সড়ক দিয়ে।তবে সড়কটি এত জনগুরুত্বপূর্ণ হলেও ভাঙ্গা সড়ক মেরামতের উদ্যোগ নেই স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল থাকায় তেমন গাড়ি চলাচল করতে চায় না ফলে প্রায় চার কিলোমিটার রাস্তা হেঁটেই পারাপার করতে হয় পথচারীদের। আবার দু-একটি গাড়ি চলাচল করলেও ভাড়া গুনতে হয় দিগুণ। অনেক সময় দেখা যায় অসুস্থ রোগী নিয়েও বিপাকে পড়তে হয় মানুষের। এদিকে শুকনো মৌসুম হওয়ায় রাস্তা দিয়ে চলাচল করার সময় ধুলোয় মেখে যেতে হয় পথচারীদের। এতে স্বাস্থ্য ঝুঁকিতেও পড়ছে পথচারীরা। স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং জনদুর্বোগ লাঘবে অতি দ্রুত রাস্তাটির সংস্করণ করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

সাব্বির হোসেন

শরণখোলা, বাগেরহাট

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত