ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মানবিক গুণসম্পন্ন মানুষ হতে হবে

আবদুর রহিম
মানবিক গুণসম্পন্ন মানুষ হতে হবে

প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে অসংখ্য শিক্ষার্থী তাদের শিক্ষাজীবনের পাঠ চুকিয়ে কর্মজীবনে প্রবেশ করে। সবাই উচ্চ শিক্ষিত ও দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী। কিন্তু আমরা সর্বোচ্চ ডিগ্রি অর্জন ও উচ্চ শিক্ষিত হওয়ার পাশাপাশি কী উচ্চ মানবিক গুণ সম্পূর্ণ মানুষ হতে পেরেছি? একদিন গল্পের সময় এক চাচি বিদ্রুপ করে বলেছিলেন, ‘শিক্ষিত ছেলের থেইকা আমার অশিক্ষিত ছেলেই ভালো বাপু, দেখ না শিক্ষিত ছেলেরাই তো তাগো বাপ মারে বিদ্ধাশ্রমে রাইখা আসে।’

আরেক দিন কথার ছলে গ্রামের এক চাচা বলেছিলেন, ‘তোমরা শিক্ষিত মানুষরাই তো বেশি খারাপ কাজ করো। এই পর্যন্ত কেউ শুনেছে যে কোনো অশিক্ষিত ছেলে দেশের ১ লাখ টাকা বিদেশে পাচার করেছে? কিন্তু তোমরা শিক্ষিতরাই তো কলমের খোঁচায় দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দাও।

একজন নিরপরাধ মানুষকে টাকার জন্য আসামি বানিয়ে দাও। অনেক আসামিকে নির্দোষ বানিয়ে দাও আবার অনেক নির্দোষকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখো।’ এরপর একটি বিদ্রুপাত্মক হাসি দিয়ে বলল, ‘আর ঘুষের কথা তো না-ই বললাম।’

ওই চাচি এবং চাচার কথা শতভাগ সত্য না হলেও এর সিকিভাগও যে মিথ্যা নয়, তা আমরা সবাই জানি। আমাদের দেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে, যেখানে শিক্ষার হার একেবারে নেই বললেই চলে সেখানে কিন্তু কোনো বিদ্ধাশ্রম দেখতে পাওয়া যায় না। বরং সেগুলো আমাদের শিক্ষিত মানুষদেরই অঞ্চলে।

আর সেখানে যেসব বৃদ্ধ মা-বাবারা থাকেন, তাদের ০.৫ শতাংশও মনে হয় গ্রামের কোনো অশিক্ষিত ছেলের মা-বাবাকে পাওয়া যাবে না।

এছাড়া দেশের সব ধরনের দুর্নীতি, কালোবাজারি, স্মাগলিংসহ নানান অনৈতিক কাজে, আমাদের শিক্ষিত সমাজই তার মূলে থাকেন বলে শোনা যায়। একজন পকেটমার সারাদিন পকেট মেরে যেখানে সর্বোচ্চ ১০-১৫ হাজার টাকা আয় করতে পারে। সেখানে আমাদের শিক্ষিত সমাজের লোকেরা মুহূর্তের মধ্যেই হাজার হাজার কোটি টাকা হাওয়া করে দেন। আদালতে একজনকে অপরাধী জেনেও, নির্দোষ প্রমাণের দায়িত্বটা আমাদের এই শিক্ষিত সমাজই নেন। ধর্ষণের বিচার চাইতে আসা বোনটাকে পুনরায় ধর্ষণের শিকার, যৌন হয়রানির শিকার হতে হয় আমাদের শিক্ষিতদেরই দ্বারা।

তাই শুধু বড় বড় ডিগ্রি নিয়ে, বড় বড় পুস্তক খণ্ড পড়ে শেষ করলেই শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে হবে বাহ্যিক ও আত্মিক উভয় দিক দিয়েই। ডিগ্রির পাশাপাশি থাকতে হবে মানবিক ও নৈতিক গুণ। তাহলেই আমরা সুশিক্ষিত হতে পারব। বুক ফুলিয়ে নিজেকে শিক্ষিত দাবি করতে পারব।

শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত