চি ঠি প ত্র

শিশুদের মোবাইল থেকে দূরে রাখুন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আজকের শিশু আগামীর কর্ণধার ও সুনাগরিক। একটি শিশু জন্ম নেয় হাজারো সম্ভাবনা নিয়ে। আজ থেকে ৫ বছর আগেও সময়টি এমন ছিল না। শিশুদের জীবন বেড়ে উঠছে মা শব্দটি উচ্চারণের মধ্য দিয়ে। তাছাড়া শেখানো হতো বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। ধীরে ধীরে একটি শিশুর মানসিক ও শারীরিক বিকাশ ঘটেছে পড়াশোনা ও খেলাধুলার মাধ্যমে। ফলে জাগ্রত হতো সুপ্ত মেধা, বুদ্ধি, সামাজিক শিষ্টাচার ও মূল্যবোধ। কিন্তু আজকাল তা যেন সম্পূর্ণ বিপরীত এবং শিশুদের মাঝে সেগুলোর চিহ্ন নেই বললেই চলে। প্রযুক্তির বহু সুফল রয়েছে; কিন্তু তার সঠিক ব্যবহার না জানলে পরিণত হবে কুফলে। বর্তমান যুগে একটি শিশু জন্মগ্রহণ করে হাতে মোবাইল নিয়ে। এতে সে হারাচ্ছে তার সুপ্ত মেধা ও মায়ের মমতা। শারীরিকভাবে দৃষ্টি ও শ্রবণশক্তি কমে যাচ্ছে, পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছে। এতে সামাজিক মেলবন্ধন, শিষ্টাচার ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তাই প্রাপ্ত বয়সের আগে কোনো শিশুর হাতে মোবাইল নয়। আপনার শিশুকে মোবাইল থেকে দূরে রাখুন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখুন।

মোহাম্মদ আল-আমিন

শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়