ইতিহাসের এই দিনে
প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
১৯৩০ : লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।
১৯৫৬ : মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।
১৪৭৫ : ইতালির চিত্রশিল্পী, স্থপতি ও কবি মাইকেলেঞ্জেলো জন্মগ্রহণ করেন।
১৯৭১ : মার্কিন ঔপন্যাসিক পার্ল এস বাকের মৃত্যু হয়।