দেশে উদ্যোক্তা হওয়ার সমস্যা
মো. তাজুল ইসলাম
প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
উদ্যোক্তা বলতে আমরা এমন একজন ব্যক্তিকে বোঝায়, যিনি আর্থিক লাভের লক্ষ্যে একটি ব্যবসায়ের উদ্যোগ তৈরি, সংগঠিত করেন এবং পরিচালনা করেন। উদ্যোক্তা সাধারণত ব্যবসা শুরু এবং চালানোর ক্ষেত্রে আর্থিক ঝুঁকি নেয় এবং কোম্পানির দিকনির্দেশনা সম্পর্কে কৌশলগত সিদ্ধান্ত নেয়াসহ প্রতিদিনের ক্রিয়াকলাপ পরিচালনা করেন। উদ্যোক্তারা সাধারণত সৃজনশীল, ক্রিয়েটিভ এবং ঝুঁকি গ্রহণের মানসিকতা সম্পন্ন হয়। সফল উদ্যোক্তারা সাধারণত বাজারের সুযোগগুলো কাজে লাগিয়ে নিজের উদ্ভাবনী শক্তির দ্বারা পণ্য বা সেবা প্রদানের মাধ্যমে বাজার দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্লোবাল এন্টারপ্রেনারশিপ মনিটর (জিইএম) ২০২১ সালে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ২০২০ সালে বাংলাদেশে উদ্যোক্তার হার ছিল ১১.৮ শতাংশ। এর মানে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ১১.৮ শতাংশ (১৮ থেকে ৬৪ বছর বয়সের মধ্যে) হয়, তাদের নিজস্ব ব্যবসা শুরু করেছিল অথবা একটি শুরু করার প্রক্রিয়ায় মধ্যে ছিল। তবে দুঃখের ব্যাপার উদ্যোক্তারা যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা তার অনেকাংশ থেকে তারা বঞ্চিত। বাংলাদেশে উদ্যোক্তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যার ফলে মানুষ উদ্যোক্তা হওয়ার পেছনে কম ঝুঁকছে। আজ বাংলাদেশের উদ্যোক্তাদের যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, তা নিয়ে আলোচনা করব। উদ্যোক্তাদের ব্যবসা শুরু করতে মূলধনের প্রয়োজন পড়ে। যার পুরোটা একজন উদ্যোক্তার পক্ষে দেয়া সম্ভব হয় না। বাংলাদেশের অনেক উদ্যোক্তা তাদের ব্যবসা শুরু করতে বা বৃদ্ধি করতে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে নানান চ্যালেঞ্জের সম্মুখীন হন। এটি বিশেষত ছোট এবং মাঝারি আকারের উদ্যোক্তারা বেশি ফেস করে যারা প্রায়শই ব্যাংক বা অন্যান্য মূলধন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো থেকে জামানতের অভাবে বা উচ্চ সুদের হারের কারণে লোন নিতে ব্যর্থ হয়। পরিবহণ সমস্যা, নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ-পানি সরবরাহ দিতে না পারা উদ্যোক্তাদের কাজে ব্যাঘাত ঘটায়। বাংলাদেশের একটি বিশাল জনসংখ্যা রয়েছে, তবে তাদের দক্ষতা পর্যাপ্ত নয়। দক্ষতার অভাবে উদ্যোক্তারা তাদের ব্যবসা বেশিদিন ধরে রাখতে পারে না। বাংলাদেশে দুর্নীতি একটি উল্লেখযোগ্য সমস্যা এবং এটি বিভিন্ন উপায়ে উদ্যোক্তাদের প্রভাবিত করে। যেমন ব্যবসা শুরু করার জটিল প্রক্রিয়া, ঘুষ দাবি, ফাইল আটকে রাখা এসবের বেড়াজালে বিনিয়োগকারী এবং গ্রাহকদের আস্থা হ্রাস পায়।
বাংলাদেশে একটি ব্যবসা শুরু এবং পরিচালনা করতে নানান আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হয়, যা উদ্যোক্তাকে বাজারে প্রবেশ করা বা তাদের ব্যবসা চালু করতে বাঁধা দেয়। উদ্যোক্তা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। দেশের উৎপাদন বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, আয়বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধিতে উদ্যোক্তাদের ভূমিকা অনস্বীকার্য। মানুষকে উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রাণিত করা একটি চ্যালেঞ্জিং কাজ কারণ এতে প্রচুর পরিশ্রম, সময় লাগে আর ঝুঁকি তো রয়েছে। একজন মানুষকে নানানভাবে অনুপ্রাণিত করা যায়, যেমন একজন উদ্যোক্তা হিসাবে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা, অল্প সময়ে দীর্ঘমেয়াদি ব্যবসা শুরু এবং এর সুফল সম্পর্কে বুঝানো যেতে পারে। অন্য উদ্যোক্তাদের সাফল্যের গল্প শেয়ার করার মাধ্যমে অন্যদেরও উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করা সম্ভব। বই প্রদান, বিভিন্ন আর্টিকেল, পডকাস্ট বা অনলাইন কোর্সে উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখতে পারে। এছাড়াও একটি ব্যবসা শুরু করা চ্যালেঞ্জ মোকাবিলায় সমর্থন, উৎসাহ এবং পরামর্শ উদ্যোক্তা হতে অনুপ্রেরণা জাগায়। স্বল্প সুদে লোন, নিরবচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই, ট্যাক্স সুবিধা, ব্যবসা শুরুর সহজ প্রক্রিয়া উদ্যোক্তা তৈরি ব্যাপক ভূমিকা রাখে। এছাড়া সামাজিক ও ধর্মীয় রীতিনীতি উদ্যোক্তা তৈরিতে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে।
শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া