বচনামৃত
প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
যারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে, তাদের দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে, লবিস্ট নিয়োগ করেছে। যতই নালিশ করুক, বিদেশিদের কথায় বাংলাদেশের মানুষ ভোট দেবে না। -দৈনিক বাংলা
ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী
আমি ইচ্ছা করলে বঙ্গবন্ধুর সময় ’৭২ সালে মন্ত্রী হতে পারতাম, আমি ইচ্ছা করলে এরশাদের সময়ে মন্ত্রী হতে পারতাম, আমি ইচ্ছা করলে খালেদা জিয়ার সময়ও মন্ত্রী হতে পারতাম। এখনও আমার বইনেরে (শেখ হাসিনাকে) বললে নাচতে নাচতে তিনি আমাকে মন্ত্রী বানাবেন। -কালবেলা
বঙ্গবীর কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি
দেশের জনগণের প্রতি আওয়ামী লীগের কোনো আস্থা না থাকায়, রাতের আঁধারে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। এই অবৈধ সরকারের লোকেরা বলে- তাদের নাকি ধাক্কা দিলেও পড়বে না। কিন্তু আওয়ামী লীগ সরকারের নেতারা জানেন না- তাদের পায়ের তলায় এখন মাটি নাই। -যুগান্তর
আবদুল আউয়াল মিন্টু
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান