ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

১৩৫১ : ফিরোজ শাহ তুঘলক দিল্লির সিংহাসনে আরোহণ করেন।

১৮৬১ : লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়।

১৯০২ : বাংলায় অনুশীলন সমিতি গঠিত হয়।

১৯৩৩ : এডলফ হিটলার জার্মানির একনায়ক হন।

১৯৪০ : শেরেবাংলা এ কে ফজলুল হক উত্থাপিত লাহোর প্রস্তাব মুসলিম লীগের সভায় গৃহীত হয়।

১৯৮২ : জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন।

০৮০৯ : খলিফা হারুন আল-রশিদ মৃত্যুবরণ করেন।

১৬০৩ : ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ মৃত্যুবরণ করেন।