ইতিহাসের এই দিনে
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
১৭২৭ : ইংরেজ পদার্থ ও গণিতবিদ বিশ্বের প্রধানতম বিজ্ঞানীদের অন্যতম আইজ্যাক নিউটনের মৃত্যু।
১৮২৪ : প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৮৮২ : কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়।
১৮৮৯ : প্যারিসে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।
১৯৭১ : সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাবের নিহত হন।
১৯৯১ : মধ্যরাতে ওয়ারশ জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।
১৫৯৬ : ফরাসি দার্শনিক ও বিজ্ঞানী রেনে দেকার্তের জন্ম।
১৯৯১ : শিল্পপতি এ কে খান-এর ইন্তেকাল।