ঢাকা ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে

১৬১৬ : ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ নিকোলাস কোপার্নিকাসের বই বাতিল করেছিল।

১৭৫৩ : ব্রিটিশ জাদুঘরের প্রতিষ্ঠা করা হয়।

১৯৬০ : কিউবান ফটোগ্রাফার আলবার্তো কোবা মার্কসিস্ট বিপ্লবী চে গুয়েভারার বিখ্যাত ছবিটি তুলেছিলেন।

১৯৬৪ : লন্ডনে প্রথম চালকবিহীন স্বয়ংক্রিয় পাতাল রেল চালু হয়।

১৫৮৮ : ইংরেজ দার্শনিক, রাষ্ট্র বিজ্ঞানী টমাস হবস জন্মগ্রহণ করেন।

১৯০৫ : শিল্পপতি একে খান জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত