চি ঠি প ত্র

দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চাই

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

চলছে পবিত্র রমজান। এই সুযোগে একশ্রেণির কালোবাজারি অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রীর সংকট সৃষ্টি করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। ক্রেতাদের ঠকিয়ে ও কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয় এবং পরে অধিক হারে মুনাফা লুটে নেয়।

মজুতদারি পাইকারি ও খুচরা বিক্রেতারা বিভিন্ন অজুহাত দেখিয়ে পণ্যদ্রব্যের দাম তাদের ইচ্ছে মতো বাড়িয়ে দেয়। এমন পরিস্থিতি দেশের সীমিত আয়ের মানুষের জনজীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলে।

প্রতিবছরই যখন মাহে রমজান আগত হয়, তখনই মুনাফাখোর চক্রটি তৎপর হয়ে ওঠে।

ফলে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়।

রমজান মাসে ধর্মপ্রাণ মানুষকে যেন কষ্ট বরণ করতে না হয় এবং একশ্রেণির অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট থেকে নজরদারি ব্যবস্থা চালু করে বাজারকে কলুষমুক্ত, বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণমুক্ত করা যেতে পারে।

তাই রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল ও মানুষের ক্রয়ক্ষমতার আওতায় সহনীয় পর্যায়ে রাখার জন্য কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণ একান্ত আবশ্যক।

সাকিবুল হাছান

ঢাকা কলেজ, ঢাকা