ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে

১২০৪ : ক্রুসেডের বাহিনী কনস্তানতিনোপল (ইস্তানবুল) দখল করে নেয়।

১৮০১ : উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন।

১৮৬১ : আমেরিকার গৃহযুদ্ধের (১৮৬১-১৮৬৫) আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে।

১৯১৯ : রাওলাট আইনের প্রতিবাদে কলকাতা, লাহোর, বোম্বাই ও অমৃতসরে বিক্ষোভ শুরু হয়।

১৯৩২ : স্পেনে বাদশাহি শাসনের অবসান ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৯৫৫ : পোলিও টিকার উন্নয়ন সাধন করেন ডা. জনাস সক এবং ঘোষণা দেন নিরাপদ ও কার্যকরী বলে।

১৯৬১ : বিশ্বের প্রথম মহাকাশ নভোচারী ইউরি গাগারিন মহাশূন্যে পাড়ি দেন।

১৯৪০ : সংগীতশিল্পী বশির আহমদের জন্ম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত