কুসংস্কার আমাদের মাঝে এক আতঙ্কের নাম। কুসংস্কার বিশ্বাস এর মাধ্যমে আমাদের অনেক বিভ্রান্তিকর পরিস্থিতিতে পরি। কুসংস্কার-বিশ্বাস গ্রামাঞ্চলে বেশি ঘটে থাকে। তারা বিশ্বাস করে যে মুরব্বিরা বলে গেছে আমাদেরও মানতে হবে, না হয় অমঙ্গল হবে।
যেসব কুসংস্কার আমরা বিশ্বাস করি। পরীক্ষার আগ মুহূর্তে ডিম খেয়ে গেলে পরীক্ষা ভালো হবে না, কাক বেশি ডাকলে বিপদ আসতে পারে, রাতে নক কাটলে অমঙ্গল, গোসল করার পর কাপড়ের পানি পায়ে ফালানো যাবে না, জমজ কলা খেলে জমজ বাচ্চা হবে ইত্যাদি। এসব আমাদের মাঝে ভ্রান্ত ধারণা ছাড়া কিছু নয়। এসব বিশ্বাস কোনো কাজের ক্ষেত্রে আমাদের বিভ্রান্তি ঘটায়।
আপনার তকদিরে যেটা লেখা আছে সেটাই ঘটবে। তাই এসব কুসংস্কার বিশ্বাস না করি। কুসংস্কার থেকে নিজেকে বিরত রাখি।
তামিম হোসেন
শিক্ষার্থী
ঢাকা কলেজ