ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

১৭৯২ : প্যারিতে প্রথম গিলেটিন স্থাপিত হয়।

১৮৫৯ : সুয়েজ খাল খননের কাজ শুরু হয়।

১৯৬৬ : ভয়ানক এক ভূমিকম্পে তাসখন্দ শহর ধ্বংসপ্রাপ্ত হয়।

১৯৮২ : ক্যাম্প ডেভিড চুক্তি অনুসারে ইসরাইল সিসনাই উপত্যাকা থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করে।

১৯৮৯ সালের এই দিনে ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জাপানের প্রধানমন্ত্রী নোবোরু তাকাশিতা পদত্যাগ করেন।