ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

* ১৯১৯ : লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।

* ১৯২০ : আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত করা হয়।

* ১৯৫২ : জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।

* ২০০৪ : মার্কিন একটি গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ওষুধ আবিষ্কার করেন।

* ১৭১২ : ফরাসি দার্শনিক জাঁ জ্যাক রুশোর জন্ম।

* ১৯৪৭ : ভাষাবিজ্ঞানী, কবি, ঔপন্যাসিক, সমালোচক হুমায়ুন আজাদের জন্ম।