ইতিহাসের এই দিনে

প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

১৮০০ : কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়।

১৮০৭ : ফ্রান্স ও ইরানের মধ্যে ফিংকেস্টাইন চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০৪ : মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খাল নির্মাণ শুরু করে।

১৯১৯ : চীনে ‘৪ঠা মে’ আন্দোলন নামে সাম্রাজ্যবাদ ও সামন্তবাদ বিরোধী বিখ্যাত গণআন্দোলনের সূচনা হয়।

১৯৪৫ : জার্মানির ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি বা নাৎসি পার্টি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।

১৯৭৯ : মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।