চি ঠি প ত্র
মশার উৎপাতে অতিষ্ঠ
প্রকাশ : ০৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ইদানীং পুরান ঢাকার ফরিদাবাদ-গেণ্ডারিয়ায় যে হারে মশার উপদ্রব বেড়েছে, তাতে মনে হয় ম্যালেরিয়া এবার ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। মশা দমনে ঢাকার দুই মেয়রের হুংকার এখন আর শোনা যায় না। নগরবাসী মনে করেন, কোটি কোটি টাকা ব্যয় করে প্রতিবছর ভেজাল ওষুধ দিয়ে কখনই মশা দমন করা সম্ভব নয়। ঢাকা উত্তরের মেয়র তার এলাকার উন্নয়ন কাজ শুরু করলেও ঢাকা দক্ষিণের মেয়রের কাজের গতিধারা অনেক ক্ষীণ। তবে এ কথা ঠিক, ঢাকা দক্ষিণ থেকে উত্তর সিটি করপোরেশন এলাকায় মশার উৎপাত এত বেশি, যা ভাষায় প্রকাশ করা দুষ্কর। মশার যন্ত্রণায় আজকাল ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়াও করতে পারে না। মশার কয়েল স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। নিয়মিত কার্যকর ওষুধ না ছিটানো বা মশা দমনে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের নজরদারি বা তদারকি না থাকার কারণে মশা এখন আরও শক্তিশালী। পূর্বে নগরীতে পরিচ্ছন্নতা অভিযান চালান হতো। বর্তমানে এ ধরনের কোনো পরিকল্পনা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাতে না থাকায় নগরবাসী উদ্বিগ্ন। মশার উপদ্রব বন্ধ করার জন্য মশার জন্মরোধের ব্যবস্থাই সর্বোত্তম পন্থা। এ লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি নগরবাসীদের পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা করা প্রয়োজন।
সম্রাট হোসেন
গোড়ান, ঢাকা