ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলিশ নয়, বাংলায় লেখি

সুমন চৌধুরী
বাংলিশ নয়, বাংলায় লেখি

যে ভাষা আন্দোলনকেই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পথে প্রথম পদক্ষেপ হিসেবে মনে করা হয়, যে ভাষার জন্য সালাম, শফিউর, জব্বার, বরকত, রফিকউদ্দিনসহ অনেকেই শহীদ হয়েছেন। যে ভাষায় কথা না বললে বাংলাদেশির মন সন্তুষ্ট হয় না, সেই ভাষা শুদ্ধভাবে লেখার অভ্যাস ভুলে যাচ্ছি আমরা। বিশেষ করে বর্তমান সময়ের শিশু থেকে তরুণদের মাঝে বাংলা লেখার অভ্যাস দিন দিন অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলা লেখা অধিকতর মন্দের দিকে এগিয়ে যাওয়ার প্রধান কারণ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ইত্যাদি জায়গায় বাংলিশের অত্যাধিক ব্যবহার। বাংলিশ মূলত বাংলা কথার মধ্যে ইংরেজি কথা বলা। অর্থাৎ আমাদের মোবাইলে যখন ডাক আসে, আমরা তখন বলি কল আসছে, যখন বলা উচিত ডাকটি গ্রহণ করো, তখন বলি কলটি রিসিভ করো। এমন হাজারও হাজারও খিচুড়ি পাকানো বাংলার মধ্যে ইংরেজি কথা ব্যবহার করে বাংলিশ নামক রোগের বিস্তার করে চলছি আমরা। ইংরেজি বলা দোষের নয়, বরং যিনি ইংরেজি ভালো বলতে পারে তার সম্পর্কে মেধার ইতিবাচক দিক প্রকাশ পায়; কিন্তু সমস্যা এ জায়গায় আমরা যখন বাংলা বলি সেই সময় ইংরেজি শব্দ ব্যবহার করব কেন? যখন কথোপকথন করব, তখন হয় সম্পন্ন বাংলায় অথবা শুধু ইংরেজিতে কথা বলব। মোটকথা একটা নির্দিষ্ট সময় কথা বলা শেষ না হওয়া পর্যন্ত যে ভাষায় কথা বলছি, সে ভাষা চলমান রাখব। তাহলে কোনো ভাষার অসুন্দর হবে না, বিশেষ করে বাংলা ভাষা ব্যবহারের সময় ইংরেজি ভাষার অভ্যাস ত্যাগ হবে। আজকের আলোচনার আসল চিন্তার বিষয় হচ্ছে এতদিন পর্যন্ত কথা বলার মধ্যেই সমস্যাটি সীমাবদ্ধ ছিল; কিন্তু এখন সমস্যাটি লেখার মধ্যে শতভাগ পৌঁছে গেছে। সবচেয়ে জনপ্রিয় সামাজিকমাধ্যম ফেইসবুক থেকে শুরু করে টুইটার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, লিংডিন ইত্যাদিতে বেশিরভাগ বাংলাদেশিই বাংলা শব্দ বাংলা বর্ণমালায় না লিখে শব্দটি ইংরেজি বর্ণমালা দিয়ে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। অনলাইন কথোপকথনে বাংলা শব্দ ইংরেজি বর্ণমালা দিয়ে লেখাই দিন দিন খুবই বেড়ে চলছে। উপরিউক্ত আলোচনার দুটাই বাংলিশ। একটি বাংলা শব্দের মধ্যে ইংরেজি শব্দ বা কথা বলা এ অর্থে অন্যটি বাংলা শব্দ ইংরেজি বর্ণমালায় লেখা এ অর্থে বাংলিশ। এ বাংলিশ লেখার জন্য আমরা বাংলা শব্দ সঠিকভাবে লেখা ভুলে যাচ্ছি, লেখার গতি, দক্ষতা, শব্দচয়ন ইত্যাদি হারিয়ে ফেলার পথে। শুধু আমরা তরুণ-বৃদ্ধরা নয়, শিশু-কিশোরদের এ খারাপ অভ্যাস শিখিয়ে চলছি। ইদানীং প্রাইমারি-নিম্নমাধ্যমিকের শিক্ষার্থীরাও বাংলা শব্দ ইংরেজি বর্ণমালায় লেখতে পছন্দ করে। তাদের ধারণা এটি বাংলার চেয়ে উচ্চতর ভাষা। তারা মনে করে বাংলিশ বাদ দিয়ে বাংলা বর্ণমালা ব্যবহার করে শব্দ ও বাক্য লেখা পুরোনো বিষয়। ফলাফলস্বরূপ আমাদের ছোট শিক্ষার্থীদের বাংলা লেখা নামক প্রতিভা হারিয়ে যাচ্ছে। আর এমনভাবে চলতে থাকলে বাংলা বর্ণমালায় বাংলা লেখা প্রাচীন অনেক ভাষার ন্যায় একদিন বিলীন হয়ে যাবে।

দেশের সবার কাছে অনুরোধ থাকবে, বাংলা ভাষার প্রতি গুরুত্ব দেয়ার জন্য, অনুরোধ থাকবে আমাদের শিশুদের সুপ্ত প্রতিভার সঠিক রাস্তা দেখানোর জন্য, অনুরোধ থাকবে আমাদের ভাইদের প্রাণের বিনিময়ে যে ভাষা পেয়েছি, সেই ভাষাকে যথাযোগ্য মর্যাদায় ও সম্মানের সঙ্গে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য। পরিশেষে, বাংলিশ নামক আমাদের প্রতিভায় স্থান নেয়া মিথ্যা আভাসকে বাংলা বর্ণমালা ব্যবহার করে নিয়মিত বাংলা লেখলেই দূর করতে পারব বলে মনে করি।

শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত