ইতিহাসের এই দিনে
প্রকাশ : ২৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
১৮২২ : ইকুয়েডর স্বাধীনতা অর্জন করে।
১৯৭২ : কবি কাজী নজরুল ইসলাম ভারত থেকে ঢাকায় আসেন এবং তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
১৯৯৩ : উত্তর-পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া, ইথিউপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯২০ : বিপ্লবী সাহিত্যিক সোমেন চন্দ জন্মগ্রহণ করেন।
১৯৪১ : মার্কিন গায়ক, সংগীত রচয়িতা, লেখক, সংগীতজ্ঞ ও কবি বব ডিলানের জন্ম।
১৫৪৩ : পোল্যান্ডের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নিকলাস কপারনিকাসের মৃত্যু।