১৬৭৯ : ব্রিটেন হ্যাভিয়াস কার্পাস আইন প্রবর্তন।
১৭৬৭ : কলকাতায় প্রথম প্রটেস্টান্ট গির্জা নির্মিত।
১৯১৯ : জালিয়ানওয়ালাবাগের হত্যাযজ্ঞের প্রতিবাদে রবীন্দ্রনাথ ‘নাইট’ উপাধি ত্যাগ করে বড়লাট লর্ড চেমস ফোর্ডকে চিঠি দেন।
১৯৩২ : খ্যাতনামা সাহিত্যিক ও মানবতাবাদী রমাঁ রল্যাঁ ও অঁরি বারব্যুস যৌথভাবে আন্তর্জাতিক যুদ্ধবিরোধী সমাবেশ আহবানে করেন।
১৯৭২ : যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সল্ট-১ চুক্তি স্বাক্ষর।
১৩৩২ : আরব গণিতবিদ দার্শনিক ইবনে খালদুনের জন্ম।