ইতিহাসের এই দিনে
প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
১৮৮৯ : লুই পাস্তুর কর্তৃক প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদান প্রদর্শন।
১৮৯৬ : বিশ্বের প্রথম বেতার যন্ত্রের নিবন্ধন করেন মার্কোনি।
১৯৬৫ : বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৩০ হাজার লোকের প্রাণহানি হয়।
১৯৮১ : ঢাকায় শেরেবাংলানগর রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জানাজা ও দাফন।
১৯৯০ : পরমাণু ও রাসায়নিক অস্ত্র হ্রাসে মস্কো-ওয়াশিংটন চুক্তি।
১৮৮২ : ইতালির দেশব্রতী জাতীয়তাবাদী নেতা গ্যারিবল্ডির মৃত্যু।
১৯৬৩ : তুরস্কের খ্যাতনামা কবি নাজেম হেকমাত মৃত্যুবরণ করেন।