ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিদ্যুতের অপচয় রোধ করতে হবে

হাছান সাকিবুল
বিদ্যুতের অপচয় রোধ করতে হবে

বেশ কিছু দিন ধরে সূর্যের প্রচণ্ড উত্তাপ সেই সঙ্গে লোডশেডিং জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে। তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গরম থেকে রেহাই পাওয়ার জন্য মনুষ স্বভাবতই কৃত্রিম শীতলতার ছোঁয়া পাওয়ার জন্য বিদ্যুতের ব্যবহার করে পাখা, শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ইত্যাদির মাধ্যমে। তবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন বিদ্যুৎ অপচয় না করি। লক্ষণীয় বিষয় হলো, আমরা যেন কাজ শেষে বৈদ্যুতিক সুইচগুলো বন্ধ করে রাখি। আমাদের যতটুকু প্রয়োজন আমরা যেন ঠিক ততটুকুই বিদ্যুতের সঠিক ব্যবহার করি। বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থার সহজলভ্যতার কারণে অনেকেই, কারণে বা অকারণে বিদ্যুৎ অপচয় করে, যা আমাদের দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থার জন্য ক্ষতিকর। অনেকেই রাতে লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। বাইরে বের হওয়ার সময় রুমের লাইট, ফ্যান বা ওয়াইফাইয়ের সুইচ অন রেখেই চলে যান। এসব ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া প্রয়োজন।

অপ্রয়োজনে লাইটের ব্যবহার পরিহার করুন। বিদ্যুৎসাশ্রয়ী দক্ষ লাইটিং সিস্টেম ব্যবহার করুন। অপ্রয়োজনে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বন্ধ রাখুন। শীততাপ নিয়ন্ত্রণযন্ত্রের ফিলটার মাসে কমপক্ষে একবার পরিষ্কার রাখুন এবং বছরের একবার সার্ভিসিং করুন। অপ্রয়োজনে ফ্যান বন্ধ রাখুন। অপ্রয়োজনে বৈদ্যুতিক ইস্ত্রির ব্যবহার সীমিত রাখুন। প্রয়োজন না হলে মাইক্রোওয়েভ, কম্পিউটার, টিভি, ওভেন, প্রিন্টার, ফটোকপির, চার্জার ইত্যাদি যন্ত্রপাতির সুইচ বন্ধ রাখুন। সাময়িকভাবে আমাদের কষ্ট হলেও দেশের বৃহৎ স্বার্থে আমাদের উচিত সরকারকে এ ক্ষেত্রে সহায়তা করা এবং বিদ্যুৎ সাশ্রয়ী হওয়া। বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ। তাই বিদ্যুতের অপচয় রোধে সকলকে সচেতন হতে হবে।

শিক্ষার্থী

ঢাকা কলেজ, ঢাকা

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত