ঢাকা ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

আর কত মোবাইল গেম

আজিজ ওয়েসি
আর কত মোবাইল গেম

মোবাইল আবিষ্কার হয়েছিল মানুষের উপকারের জন্য। কিন্তু কে জানত তা ভয়াবহ ক্ষতি করতে সক্ষম হবে। যে মোবাইল আবিষ্কার হয়েছিল মানুষের উত্তম ব্যবহারের জন্য এখন বেশিরভাগ সময় এর নেগেটিভ ব্যবহার হচ্ছে। আর এই আধুনিক যুগে মানুষের বিনোদনের জন্য বের হয়েছে মোবাইল গেম। আর এই মোবাইল গেমে সবচেয়ে বেশি আকর্ষিত হচ্ছে যুবসমাজ। শুধু যুবকরা নয় ছোট, বড়, সকলেই এই গেম খেলায় মগ্ন হয়ে পড়েছে। দিনের বেশিরভাগ সময়ই তারা এই মোবাইল গেমের পেছনে ব্যয় করে দিচ্ছে। কিন্তু তারা জানে না এই মোবাইল গেমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে। মোবাইল গেম খেলার কারণে মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে এর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে। অধিক সময় ধরে মোবাইল গেম খেলার কারণে চোখে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন- অকালে চোখের সমস্যায় ভোগা, চোখ দিয়ে পানি পড়া, মাথা ব্যাথা, চোখে ঝাপসা দেখা, চোখ জ্বালা করা, চোখে কম দেখা ইত্যাদি। অধিক সময় পর্যন্ত মোবাইল গেম খেলার কারণে আমাদের মনোযোগ শুধু মোবাইলেই ব্যস্ত থাকে। ফলে হঠাৎ মোবাইল রেখে অন্য দিকে তাকালে প্রচুর মাথাব্যথা শুরু হয়। সাধারণত মোবাইল গেম খেলার সময় আমরা ঝুঁকে থাকি। খুব কম সময়ই আমরা শুয়ে শুয়ে খেলি। ঝুঁকে বসে অধিক সময় মোবাইল গেম খেলার কারণে ঘাড় ব্যথা হয়ে যায়। মোবাইল গেম খেলার সময় আমরা আমাদের সম্পূর্ণ মনোযোগ গেমের দিকেই রাখি। তখন আমাদেরকে কেউ ডাকলে আমরা তার প্রতি বিরক্তবোধ হয়। কখনো কখনো নিজের অজান্তেই খারাপ ব্যাবহার করে অন্যকে আঘাত করি। এছাড়া অধিক সময় মোবাইল গেম খেলার পর আমরা স্বাভাবিক ভাবেই ক্লান্তি বোধ করি। এই সময় আমাদের কোনো কাজের কথা বললে আমরা অনেক বাজেভাবে রেগে যাই এবং নানা উল্টাপাল্টা কথা বলে থাকি। এক্সেজ ইজ ভেরি বেড অর্থাৎ অতিরিক্ত সব কিছুই খারাপ। অতিরিক্ত গেম খেলার প্রভাবে মানুষের চিন্তা শক্তি কমে যায়। সৃজনশীল মেধা হ্রাস পায়। ফলে ব্যাক্তির নতুন কিছু সৃষ্টির দক্ষতা কমে যায়। সেই সাথে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও কমে যায়। সৃজনশীল মেধা কমে যাওয়ার কারণে দেশও মেধাশূন্য হয়ে যেতে পারে। বর্তমান যুগে শিশু, কিশোর, যুবক, যুবতী সবাই মোবাইল গেম খেলা নিয়ে এত বেশি আসক্ত যে, তারা পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। পড়া লেখার সময় পড়ালেখা ছেড়ে মোবাইল গেম খেলছে। ফলে অনেকে পড়ালেখা ছেড়ে দিচ্ছে এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। মোবাইল গেমে আসক্ত একজন যুবক সাধারণত বাহিরের সবকিছু হতে নিজেকে আলাদা করে রাখে। মোবাইলের বাইরে সে অন্য কিছু চিন্তাও করতে পারে না। এর ফলে সে তার মা, বাবা, পাড়াপ্রতিবেশী, গুরুজনের দেওয়া শিক্ষা অর্থাৎ বিভিন্ন আদেশনিষেধ ভুলে গিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ে। মোবাইল দিয়ে অতিরিক্ত গেম খেলার কারণে মানবিক মূল্যবোধ নষ্ট হয়। যুবকরা হলো ভবিষ্যতের প্রদীপ। কিন্তু বর্তমানে যুব সমাজ মোবাইল গেমের প্রতি এতটা আসক্ত যে, তারা তাদের দায়িত্ব, কর্তব্য, কাজকর্ম ইত্যাদি বাদ দিয়ে সারাদিন মোবাইলের পেছনে পড়ে থাকে। এর ফলে কাজকর্ম না করায় বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে দেশের মানুষ ও চরম দরিদ্রতার শিকার হচ্ছে। মোবাইল গেমে অধিক সময় ব্যয় করার ফলে এখনকার ছেলেমেয়েরা পড়াশোনার প্রতি মনোনিবেশ করে না। মা বাবা, পাড়াপ্রতিবেশি ও গুরুজনদের দেওয়া শিক্ষা ও গ্রহণ করে না। কীভাবে মানুষের সঙ্গে কথাবার্তা ও আচরণ করতে হয় তাও তারা ভুলে যাচ্ছে। এর ফলে অনেক বিষয় নিয়ে তর্ক করে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মোবাইলে অধিক সময় গেম খেললে মোবাইলের তাপমাত্রা বেড়ে গিয়ে মোবাইল গরম হয়ে যায়।

যেহেতু এই গেমের মাধ্যমে শিশু, নারী, পুরুষসহ যুবসমাজ ক্ষতিকর প্রভাবের সম্মুখীন, তাই এখনই আমাদের সচেতন হওয়া জরুরি। এজন্য শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। মোবাইল গেমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পত্রিকায় সচেতন বার্তা লিখতে হবে। তাছাড়া পোস্টার, ব্যানার, লিফলেট ইত্যাদির মাধ্যমে সকলকে সচেতন করে তুলতে হবে। গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় নাটকের মাধ্যমে সবাইকে সতর্ক করতে হবে। মানুষকে পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে হবে। পত্রিকা এবং বই পড়ার প্রতি আগ্রহী এভাবে সচেতন করে তুলতে পারলেই মোবাইল গেম থেকে যুবসমাজসহ সবাইকে বাঁচানো সম্ভব হবে। ফলে ব্যাক্তি, পরিবার, দেশ ও জাতির কল্যাণ সম্ভব হবে। উন্নত জীবন ব্যবস্থা গড়ে ওঠবে।

শিক্ষার্থী

সমাজতত্ত্ব বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

azizquadery1234@gmail. com

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত